Monday, October 14, 2013

সোনার গাঁ, ছেলেবেলায় দেখা এক যাত্রাপালা । যে রাজধানী এখন ইতিহাস, ঢাকা থেকে নারায়ণগঞ্জ হয়ে পানামনগরে, শতোর্ধ বয়সী এই মৃতনগরী । ব্রিটিশ স্থাপত্যের আদলে তৈরি এই নগরের ঘরবাড়িগুলি অধিকাংশই দ্বিতল. জীর্ণ, জনহীন । সামান্য এগিয়ে গেলে ছোটো এক বাজার । সোনার গাঁ পুরসভা আয়োজন করেছে দুর্গাপুজো । আরতির জন্য প্রস্তুতিতে যেসকল যুবক গলদঘর্ম হয়ে ব্যস্ত, তাদের একজন ওমর ফারুক । সে জানালো, আইছেন যহন, বারদী ঘুইরা আসেন । সেখানে বাবা লোকনাথ মন্দিরে দুর্গাপূজা । দেইখা আসেন একবার । মন্দির পূজা, মাজার বা গীর্জাতে আমার কোনো আকর্ষণ নেই । ধর্ম যে আদৌ মানুষের কল্যাণকামী নয়, অন্তত আচরণবাদ কোনোভাবেই মানা যায় না । তবু ইতিহাসের টানে সরদার ফারুক আর আমি ছুটে গেলাম বারদীতে ।

No comments:

Post a Comment