Monday, October 14, 2013

ফেসবুক এলিসের সেই আজব দেশ । এলিস আয়নার ভেতর দিয়ে ঢুকে পড়েছিল সেদেশে, আর আমরা ডেস্কটপ ল্যাপটপ বা মোবাইলের স্ক্রীন দিয়ে ঢুকে পড়ি ফেসবুকে, মোহগ্রস্ত হই, মোহ ভাঙে । অভাবিত ঘটনাবলীর সম্মুখীন হই প্রতিমুহূর্তে । যা ভাবি, তার বিপরীত ঘটে আর যা ভাবিনি, দেখা গেলো, তাই হয়ে গেছে । শিল্পী আমীর চারু বাবলু থাকেন আরবদেশের কোথাও । ফেসবুকবন্ধু । ইনবক্সে দুচারটে কথা হয়েছে কি হয়নি । লাইকালাইকি হয় । এটুকুই । ঢাকা যাচ্ছি, শুনে, তিনি যারপর নাই চিন্তিত সেই দূর আরবদেশ থেকে । তার চিন্তার কারণ ঢাকা গিয়ে আমি কোথায় ওঠবো । এবং তিনি যথারীতি ১৬ ও ১৭ অক্টোবর আমার থাকার জন্য ঢাকায় থ্রিস্টার হোটেল বুক করে দিয়েছেন নিজ খরচে । সেখানেই থেমে থাকেননি, তার এক বন্ধু, রিয়াজ খানকে দায়িত্ব দিয়েছেন আমার যাতে কোনো অসুবিধে না হয়, তা দেখার জন্য । আমীর চারু আমাকে চিরজীবনের জন্য ভালোবাসার ঋণে আবদ্ধ করে রাখলেন । এখন মনে হয়, আসলে, আমিই সেই এলিস ।

No comments:

Post a Comment