Thursday, October 24, 2013

দক্ষিণেশ্বর গঙ্গার ঘাট । ওপারে বেলুড়, এপারে রাণী রাসমনির অসামান্য কীর্তি । এক বিধবা রমণী নিজ প্রতিপত্তি ও মেধা দিয়ে প্রবল ইংরেজ শাসনকালে, বাংলার রেনেসাঁর ঐ যুগে এই দক্ষিণেশ্বর কালীমন্দির স্থাপিত করেন এবং সেই বৈদ্যবাটী বা ঐ দিকের একটা গ্রাম থেকে গদাধরকে এনে, প্রচারের আলোয় পরম হংস রামকৃষ্ণ হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন এই অসামান্য রমণী । আজ বন্ধুবর অশোক মাহাতো এখানে আমাদের নিয়ে এসেছেন । আগেও কত কতবার এসেছি এখানে । প্রতিবারই মাথা নত হয়ে গেছে এই অসামান্য কীর্তির সামনে । আজও চুপ করে দাঁড়িয়ে দেখছি, ঘাটে প্রচণ্ড ভীড়, দূরে ছুটে যাচ্ছে লঞ্চ, সে এক অপার্থিব দৃশ্য । অশোক আর প্রীতি মন্দিরচত্বর ঘুরতে গেছে আর আমি অবাক হয়ে দেখছি বাঙালীর ভক্তিকাতরতা ।

No comments:

Post a Comment