Monday, October 14, 2013

নামই আসল । নামকীর্তনই সার । এই যে শত শত ব্রাণ্ডনেম, তা ঐ নামকেই সার ভেবে । নামহীন কাউকে বা কোনোকিছুকে ঘরে ঢুকতে দিই না, অন্তত কুণ্ঠা বোধ করি । এই নাম এর পেছনে দৌড়ছেন হাজার হাজার তরুণ তরুণী থেকে বুড়োবুড়ি সবাই । আর আমি, ঐ নামটাকেই ভুলে যেতে চাইছি, কেন না, নামবিভ্রাটের পাল্লায় পড়ে ওষ্ঠাগত আমার প্রাণ । একবার, কমলপুরে, এক অনুষ্ঠানে, দেখলাম, ১৮৩ জন সমরজিত্‍ সিংহ । শুনেছি, তার মধ্যে একজন ডাকাত ও একজন নকশাল নেতা আছেন । এটা জানার পর থেকে, ভাবছি, নামে আমার কাম নেই । বরং কামে থাকি মেতে । কামই সার, বলে, এই বয়সে, মেতে ওঠি, কামকীর্তনে । কর্মেন পরিচয়তে, এর বাংলাও করে নিয়েছি, কামে পরিচয় ! বাংলা ভাষার এই সুবিধা বা মহিমা কজনে আর বুঝি ? বুঝেছিলেন গৌরপাগলা । হায় ! তিনি তো নামের পাগল !

No comments:

Post a Comment