Monday, April 7, 2014

ক্রমে মেলে ধরেছো পাপড়ি, আর আমি
জিভ রাখি সেই লালে । মধু ঝরছে ঐ ।
শিল্পের সকল সংজ্ঞা ভেঙে ছটফট করে ওঠো তুমি,
ব্যাকরণহীন আমি দাঁতে কাটি তোমার যুগল ।

এই দৃশ্যে, হা হা করে তেড়ে আসছেন
অভিভাবক সমিতি । তুমি
সেই থেকে অতৃপ্ত রয়েছো, আর আমি
ঘরছাড়া, ব্যর্থ অতিজীব !

1 comment: