Monday, March 16, 2015

কালো ব্ল্যাকবোর্ড, মনে পড়ে আমাদের
বর্ণপরিচয় ? মনে পড়ে ?
চক ও ডাস্টার, মনে পড়ে নাকি সুধীরস্যরের
লঘু বেত, বেঞ্চের উপরে
দাঁড়িয়ে থাকার শাস্তি, দীর্ঘ ক্লাস শেষে
স্কুলঘর থেকে বাইরে বেরিয়ে এসে
মনে পড়ে আমাদের নদীটির কথা ?
বিকেলের রোদে স্নানরতা
দিদিমনিদের লাল পাড় শাদা শাড়ি
আর ঐ হলুদ বাড়ি,
মনে পড়ে ? অ-য়ে অজগর
কখনও আসেনি তেড়ে, শুধু চরাচর
জুড়ে একটি নিরীহ ভয়
আক্রান্ত করেছে আমাদের নাদান হৃদয় !

ব্ল্যাকবোর্ড থেকে অন্ধকার
নেমে এসে জীবন করেছে একা পার !
এটুকুই মনে আছে অজ আর আম
অর্থহীন ভেবে মধ্যযাম
খড়ি দিয়ে এঁকে রাখি রাফের খাতায়,
অর্বাচীন খরোষ্ঠী অক্ষরে
মনে পড়ে, জ্যৈষ্ঠের দুপুর, মনে পড়ে ?

1 comment:

  1. আপনি যে নিরালায় ব্লগেই লিখে যাচ্ছেন সমরজিৎ দা, এটা ভালো এর জন্যেই যে লেখাগুলো ফেসবুকের মতো হারিয়ে যাচ্ছে না। আর সার্চ করলেই সব একত্রে পাওয়া যাচ্ছে। চালিয়ে যান, ছাড়বেন না।

    ReplyDelete