বরং চলুন মুছে ফেলি জেলির মত থকথকে ইতিহাস । পুঁজ, শ্লেষ্মাজড়িত এই ইতিহাসে আমাদের কোনো কথা নেই । বাবর, অশোকের কথা ভুলে, এবার, খোয়াই নদীর গল্পে পাতাগুলি ভরিয়ে দেবো । ফণীমনসার গাছ পুঁতে দেবো বনমহোৎসবের
দিন । নিশ্চিন্ত থাকো, ছাগল আর চরবে না ইতিহাসের ক্ষেতে । উঁইপোকাদের ম্যাসেজ দিয়ে রাখবো, লালকেল্লা আর কুতুবমিনার চুপিসারে খেয়ে ফেলবে তারা ।
এইসব রোঁয়া ওঠা পাতাগুলি শাদা রাখতে দেবো না আর । যে যার মর্জিমাফিক তাদের ঠিকুজি দিয়ে ভরে ফেলছে । আমরা তা মানবো কেন ?
No comments:
Post a Comment