স্বভাবে কামুক, ফলে শামুকের মতো
গুটিযে নিজেকে রাখি, কাদা ও জলের নিচে, নাক
থাকে জলের বাইরে । যেন ভেসে থাকা
কচুরি পানার ফুল, ঈষদ বেগুনি,
ভীত শাদা গ্রাস করে রাখে উজ্জ্বলতা ।
প্রণয কাহিনী থেকে উজ্জ্বলতা একদিন মুছে গেলে, ফিকে
শামুকের খোল ক্রমে যৌনতার দিকে
হেলে পডে সূর্যাস্তের বিনুনির চুলে ।
কামুক স্বভাব, রঙে রঙে হেঁটে যাই
অনুসিদ্ধান্তের পথে।
No comments:
Post a Comment