নাভিমূল থেকে নেমে এল সবুজ মেয়েটি । আজ
গূঢ় সঙ্গমের দিন, পাখিদের, ভাদ্রকুকুরের ।
বাতাসে তুমুল ঢেউ, ওড়ে যৌনকেশ ।
ওড়ে ক্লোরোফিল, ওড়ে সমুদ্র ও মরুভূমি, শৃঙ্গারমহিমা ।
হলুদ-পুরুষ উঠে এল দৃপ্ত ঊরুসন্ধি থেকে ।
আজ দৈব সঙ্গমের দিন, আগুন ও ঘৃত, জল ও মাটির ।
চারদিকে উল্লাস...হুররে...যেন সঙ্গমেই সকল বিজয় !
আঁধাররচিত দিনে হাসে পতনের ইতিহাস !
No comments:
Post a Comment