উঠে এসো উট, উড়ে এসো উড়ুক্কু
মাছের দল, অন্ধকার জ্বেলে, নাচ হবে সাপের আলোয় । উড়ে এসো পরী, ডানা খসানোর ছলে, এসো, বাজপাখি, উঠে এসো জল থেকে, সমূহ পাতাল থেকে উঠে
এসো বিপর্যয়, যৌথবিবাহের গান শেষে উঠে এসো ডিভোর্স অফিস, আজ নাচ হবে । এই
কৃষ্ণচতুর্দশী শেষে চলে এসো পার্টিক্লাস সহ মৌলবাদ, সমবেত মৃত্যুনাচ
শুরু হবে আজ । নাচো যৌনসন্ধ্যা, নাচো অপ্রেমের মাদুলি ও তন্ত্রসার, নাচো উপনিষদকালের
পিতামহ, এসো নবাংশ-দ্রেক্কানের পথে নামা
শিলাবৃষ্টি, আজ মরণোত্সব । এসো, হাত ধরো, রাত্রিপথযাত্রী, নাচি এই ত্রিভুজের
ভূমি জুড়ে, উপপাদ্যহীন তাল বেজে ওঠে, নাচো, নাচো ।
No comments:
Post a Comment