যে মন্দিরে দেবতা থাকে না, তুমি সেই মন্দিরের
অধিশ্বরী, বলে, যেই তাকালাম তোমার ও চোখে,
দেখি, মুণ্ডুহীনা তুমি, ধরেছো মেলে ঐ ঊরুধ্বজা,
প্রেতযুগ
চলে গেছে ঊরুর বিস্তারে
এখন
তোমার হাত প্রকৃত শিবের দিক থেকে
ফিরে
এসেছে সন্ন্যাসে । শিবমূল থাক,
মন্দিরের
কথা থাক, এথন নবমী,
কৃষ্ণপক্ষ, পথে পথে রুদ্রভৈরবীর ঘ্রাণ, খুহ উদ্দীপক ।
No comments:
Post a Comment