Monday, August 26, 2013

জীবন মূলত এক অন্ধগ্রন্থ

জীবনের মত বড় গ্রন্থ আর নেই । মহাভারত বা উপনিষদ এর কাছে শিশুপাঠ্য । এত রোমহর্ষক ঘটনাপুঞ্জ, এত অন্ধকার ও ছায়া, মেঘ ও রৌদ্র, ভূমিকম্প ও সুনামী আর কোন গ্রন্থে আছে ? নিজেকে শকুনি ভেবে, দান দিই পাশার, নিজে হয়ে ওঠি যুধিষ্ঠির, কৃষ্ণমহিমার আড়ালে থাকা যৌনতা ও ধূর্ত চালগুলি ভাবি, ভেবে, অসহায় হয়ে পড়ি । আমি তো আসলে কেউ নই, পূর্ণ নাস্তি দিয়ে গড়া এই আমিকে খুঁজে পাই কিছুটা একলব্যের কাছে । অথবা ঐ নচিকেতা, বাপে খেদানো ছেলেটি । জীবনে সব আছে, আবার কিছুই নেই । তখন মনে হয়, এই গ্রন্থের সকল পাতা শূন্য, বিধবার সিঁথির মত শাদা । আজ ঐ শাদা ভরে দিই আমার এই বদ কালি দিয়ে । কালি ও কলঙ্কময় হোক আমার এই অলিখিত পাঠ্যপুস্তকটি যার পাঠক, একা আমিই ।

No comments:

Post a Comment