সাপের লেজে পা
দিচ্ছি ভেবে, দিলাম বাঘের লেজে । তারপর, চক্ষু অন্ধকার, কর্ণ বধিরের পথে ।
রাস্তা গেল সন্ন্যাসের ঘরে । আর আমি ?
পাতালের ঐ অতল থেকে, শূন্য থেকে, ছাই থেকে, অস্থি ও পাঁজর থেকে ছুটে আসা আর্তনাদ সহ তোমার দরজাপ্রান্তে এসে, সেই কবে থেকে অপেক্ষা করছি । তুমি জানো ?
পাতালের ঐ অতল থেকে, শূন্য থেকে, ছাই থেকে, অস্থি ও পাঁজর থেকে ছুটে আসা আর্তনাদ সহ তোমার দরজাপ্রান্তে এসে, সেই কবে থেকে অপেক্ষা করছি । তুমি জানো ?
No comments:
Post a Comment