তোমাকে খুব কষ্ট দিই । ঐ কষ্ট তোমার মুখচ্ছবিকে করেছে কালো । কথা কমে গেল তোমার । এমন কি, ঐ হাসিটাও ।
আমার কেউ নেই ! তবু তুমি আছো ।
বিষাদলগ্ন আমার । রাশিও কি তাই ? আমি ঠিক জানি না । আমি দেখি, আমার বিষাদ ঘনমেঘের মত এখন
তোমার মুখমণ্ডলে । স্তব্ধ সেই মেঘ দেখে আকাশের নীল তার রঙ পালটে ফেলেছে ।
অন্ধ আমি । তোমার চোখের পলকে লেগে থাকা ঐ নূপুরধ্বনি শুনে, ভেবেছি, এই তোমার ভালোবাসা !
ম্যাসেজ বক্স তন্ন তন্ন করে দেখেছি তোমার গভীর আশ্লেষ ।
আসলে সে সব ছিল তোমার হাহাকার ।
আমি তো বন্য । নিষাদজন্ম আমার ।
তোমার বিষাদ কেটে আজ থেকে সব করে দেবো নিষাদপ্রতিমা !
No comments:
Post a Comment