দশরথের ছোট মাসির নাম মনে আছে ? অথবা হারুণ আল রশীদ এর ছোটখালার ননদের নাম ? মনে আছে ? আমার মনে নেই !
কে প্রত্যাখ্যান করেছিল, কাকে না করেছি, তাও মনে নেই । মন ফুরফুরে রাখার জন্য এসব তুচ্ছ বিষয়
ভুলে থাকি আমি । ফাঁকা রেখে দিই মন । তারপরও কি ভুলতে পারি, সেই গোপন ক্ষতগুলি ? নীরব অপমান ? উপেক্ষার ঐ ভাষা ? ঘৃণার ঐ তীব্র চাহনি ?
No comments:
Post a Comment