পরিব্রাজিকার হাত
থেকে
ঐ দুটি আপেল পেলাম । উষ্ণ ও নরম ।
কপটতাহীন নগ্ন তিনি ।
আমাকে দিলেন নাভিকুণ্ড আর সীতাঅষ্টমীতে
ডুব দেবো, বলে, যোনিপীঠ ।
বললেন, ডুব দাও । তারপর জ্বালো
এই যজ্ঞকুণ্ড ।
আপেল ও নাভি, যোনিপীঠ, ঘৃত সহ
ঢালি মধু, নমঃ বজ্রতন্ত্রঃ,
নমঃ মন্থনসঙ্গীত, নমঃ ব্যোম, উত্সর্গ করি
অস্থিচক্ষু । বলি, এই নাও প্রাণকূট !
পরিব্রাজিকার দিন শুরু ।
আর আমার পথের কথাগুলি ক্রমে
উঠে এল যজ্ঞকুণ্ড থেকে ।
পাখিদের গানে, নৈঃশব্দরচিত এই বৌদ্ধস্তুপে
অববাহিকার বিন্দু, ত্রিভুজ ও বর্গক্ষেত্রে, জলে
মিশে যেতে থাকে কথাগুলি ।
যেভাবে তোমার ভেতরে আমার এ শরীর মেশে ।
ঐ দুটি আপেল পেলাম । উষ্ণ ও নরম ।
কপটতাহীন নগ্ন তিনি ।
আমাকে দিলেন নাভিকুণ্ড আর সীতাঅষ্টমীতে
ডুব দেবো, বলে, যোনিপীঠ ।
বললেন, ডুব দাও । তারপর জ্বালো
এই যজ্ঞকুণ্ড ।
আপেল ও নাভি, যোনিপীঠ, ঘৃত সহ
ঢালি মধু, নমঃ বজ্রতন্ত্রঃ,
নমঃ মন্থনসঙ্গীত, নমঃ ব্যোম, উত্সর্গ করি
অস্থিচক্ষু । বলি, এই নাও প্রাণকূট !
পরিব্রাজিকার দিন শুরু ।
আর আমার পথের কথাগুলি ক্রমে
উঠে এল যজ্ঞকুণ্ড থেকে ।
পাখিদের গানে, নৈঃশব্দরচিত এই বৌদ্ধস্তুপে
অববাহিকার বিন্দু, ত্রিভুজ ও বর্গক্ষেত্রে, জলে
মিশে যেতে থাকে কথাগুলি ।
যেভাবে তোমার ভেতরে আমার এ শরীর মেশে ।
No comments:
Post a Comment