লেখাটি অন্ধকারের,
লেখাটি সন্দেহ করে
তোমার বন্ধ ঘরের
জানালা লুব্ধ সুখের
আমিও চূর্ণগোপন
রেখেছি সিন্দুকে মন
চাবিটি রুদ্ধ ঘরের
চাবিটি অমাবস্যার
লেখাটি অশ্বখুরের
প্রাচীন কর্মকারের
যে ছিল চক্ষুহীনের
পরম বন্ধুস্থানের
নীরব অন্তর্লীনের
চাবিটি চূর্ণলেখার !
লেখাটি সন্দেহ করে
তোমার বন্ধ ঘরের
জানালা লুব্ধ সুখের
আমিও চূর্ণগোপন
রেখেছি সিন্দুকে মন
চাবিটি রুদ্ধ ঘরের
চাবিটি অমাবস্যার
লেখাটি অশ্বখুরের
প্রাচীন কর্মকারের
যে ছিল চক্ষুহীনের
পরম বন্ধুস্থানের
নীরব অন্তর্লীনের
চাবিটি চূর্ণলেখার !
No comments:
Post a Comment