মুজিব ইরম আমার
প্রিয় কবি । যেমন মেঘ অদিতি বা অপরাহ্ণ সুসমিতো । মজনু শাহ, ওবায়েদ আকাশ আমার
প্রিয় । যেমন আসমা চৌধুরী । বাংলাদেশের কবিতায় এই পালাবদলের দিনক্ষণে সুব্রত
অগাস্টিন গোমেজের তনুমধ্যা চমকে দিয়েছিল আমাকে । যেমন চমকে দিয়েছে কচি রেজা ও
সরদার ফারুক, রওশন আরা মুক্তা । কার কিসে বিশ্বাস, সেদিকে তাকাইনি । কবিতার গুণমানের কথাই
ভেবেছি । ময়মনসিংয়ের এহসান হাবিব, বা অনুজপ্রতিম শুভাশিস সিংহ, জাহিদ সোহাগের
কবিতার মধ্যে খুঁজে পাই প্রাণ । সত্যি বলতে কি, ঈর্ষা করি তাদের ।
টোকন ঠাকুর বা পাবলো শাহীদের । বাংলা কবিতার শরীরে রক্ত সঞ্চালন করছেন তারা । তারা
আমার প্রণম্য ।
No comments:
Post a Comment