কথা যখন ওঠে, বলে ফেলা ভালো, ইউনিয়ন যাদের
স্বার্থে কাজ করার কথা, ভারতবর্ষে, তাদের গুটি হিসেবে
ব্যবহার করে ইউনিয়ন নেতারা । তারা নিজেদের এবং দলীয় স্বাথরক্ষার্থেই কাজ করে । এই
সরল কথাটি আমাদের দেশের মানুষ যেদিন উপলব্ধি করবে, সেদিন এই সব তথা
কথিত ইনটাক সিটুর প্রয়োজন শেষ হবে । ব্রেণ ওয়াশ করা সবার আগে বন্ধ করতে হবে ।
মালিক, রাষ্ট্র সকলেই পীড়ক ও শোষক । এদের মুখোশ খসে পড়ছে এখন ।
No comments:
Post a Comment