তোমাকে খুঁজেছে কবি
ত্রিশাংশে, হোরা ও দ্রেক্কানে,
রাহুপুচ্ছ ধরে গেছে শিখিপূর্বঘরে,
খুঁজেছে খনির অন্ধকারে, যমদ্বারে,
সকল পূঁথির পাতা থেকে, ধর্মগ্রন্থে, আর হলুদ পুস্তকে,
ডাস ক্যাপিটালে, কথামৃতে ।
বন্ধুদের পার্টি আজ, হুররে, মেলাও হাত, এই নীল রাতে,
মেতে আছো তরলে গরলে,
নেচে ওঠে অজগর শান্ত ডিস্কো ঠেকে,
নাচো তুমি, নেচে ওঠে ত্রাণশিবিরের রিক্ত আলো ।
কবির ভূমিকা নেই, শাদা পাতাটির
কাছে এসে ক্লান্ত এই বসে থাকা, নবাংশ শেষে,
গুরুবারে যদি তুমি ফিরে যাও, পার্টি থেকে ফিরে
সে হবে বিষমকথা, পরিভ্রমণের পথে, তীর্থে !
রাহুপুচ্ছ ধরে গেছে শিখিপূর্বঘরে,
খুঁজেছে খনির অন্ধকারে, যমদ্বারে,
সকল পূঁথির পাতা থেকে, ধর্মগ্রন্থে, আর হলুদ পুস্তকে,
ডাস ক্যাপিটালে, কথামৃতে ।
বন্ধুদের পার্টি আজ, হুররে, মেলাও হাত, এই নীল রাতে,
মেতে আছো তরলে গরলে,
নেচে ওঠে অজগর শান্ত ডিস্কো ঠেকে,
নাচো তুমি, নেচে ওঠে ত্রাণশিবিরের রিক্ত আলো ।
কবির ভূমিকা নেই, শাদা পাতাটির
কাছে এসে ক্লান্ত এই বসে থাকা, নবাংশ শেষে,
গুরুবারে যদি তুমি ফিরে যাও, পার্টি থেকে ফিরে
সে হবে বিষমকথা, পরিভ্রমণের পথে, তীর্থে !
No comments:
Post a Comment