একটি পাখির ঠোঁটে
একটি তোমার বুকে
রেখেছিলাম হারানো সেই চাবি ।
ভুলেছো কি তা ?
রাত্রি ছিল তোমার
একটু ভালোবাসার
অনুভূতির তীব্র আলো জ্বালার
ভুলেছো কি তা ?
আমার ছিল নৌকো
বৈঠা তোমার হাতে
চলেছিলাম রক্তমাদল হাতে
ভুলেছো কি তা ?
পথের মধ্যে সন্ধ্যে
পথের মধ্যে দুপুর
পথেই কাটল ভিক্ষুকের এই জীবন
জানোনি কি তা ?
অন্দরে যেই ডাকলে
অন্তরে সেই মাতলে
উপজীবন, হলো নিষদ আলো
মরণে তার প্রাণ !
একটি তোমার বুকে
রেখেছিলাম হারানো সেই চাবি ।
ভুলেছো কি তা ?
রাত্রি ছিল তোমার
একটু ভালোবাসার
অনুভূতির তীব্র আলো জ্বালার
ভুলেছো কি তা ?
আমার ছিল নৌকো
বৈঠা তোমার হাতে
চলেছিলাম রক্তমাদল হাতে
ভুলেছো কি তা ?
পথের মধ্যে সন্ধ্যে
পথের মধ্যে দুপুর
পথেই কাটল ভিক্ষুকের এই জীবন
জানোনি কি তা ?
অন্দরে যেই ডাকলে
অন্তরে সেই মাতলে
উপজীবন, হলো নিষদ আলো
মরণে তার প্রাণ !
No comments:
Post a Comment