আমিও লিখে ফেলবো
মহত্ কবিতা, গাইবো ঠুমরী, এঁকে ফেলবো ইম্প্রেশনিস্ট ছবি, গাধার মুখ বসাবো
নেতাদের ঘাড়ে, মোলভীকে বলবো,চুপ কর, অনেক বাতেলা মেরেছিস, এবার দরবারী কানাড়া
শোন, পুরোহিতকে বলবো, টিকি ছেটে আয়, আজ মেথরের বাড়িতে
ভোজসভা, পাদ্রীকে বলবো, এসো, গীর্জাকে বানাই, শিশুদের পাঠাগার ।
আজ ঠিক করেছি, সকল প্রেমিকাকে খাইয়ে দেবো ভদকা আর প্রেমিকদের বলবো.
চলো, রাস্তা আর হাসপাতাল
সাফাই করবো । আজ থেকে কোনো কারখানাতেই তৈরি হবে না
অস্ত্র, ব্যাংকগুলির লকার
খুলে দেওয়া হবে পথভিখারিদের । আজ থেকে আমার মনখারাপকে দিয়েছি ছুটি, সে বেড়াতে যাক
তাহিতি । ফরমান জারি করার জন্য বলে দিয়েছি প্রধান বিচারককে, ঐ ফরমানে তাকেও
দেওয়া হবে ছুটি । থানা ও জেলগুলিতে এখন থেকে খোলা হবে লাভার্স ক্লাব । পরজন্মকে
ডেকে বলবো, এই রাতে বাসর সাজাও । একান্তে, আঁধার পেরিয়ে, সে আসবে চৌদ্দ নম্বর সেল । তাকে ঠিকানা বলে দিও, হে অগ্নি !
No comments:
Post a Comment