পিলাক পর্যটন উত্সব
। রাজ্যের অন্যতম বড় উত্সব । শুরু হচ্ছে আজ থেকে । চলবে আগামী ২৭ মে পর্যন্ত ।
পিলাক, দক্ষিণ ত্রিপুরার এক পর্যটন কেন্দ্র । যদিও কোনও এক অদৃশ্য কারণে অবহেলিত এখনও
। এটি বৌদ্ধ ও হিন্দু দেবদেবীর মূর্তি ও ভাস্কর্যে সমৃদ্ধ । অষ্টম নবম শতাব্দীর এই
ভাস্কর্যগুলি তৈরি করা হয়েছে, বলে, ইতিহাসবিদদের ধারণা । পিলাক আসলে ইতিহাসের
সেই পেটিকারা রাজ্য । হিউয়েন সাঙ এর ভারতভ্রমণের কাহিনীতে এই পেটিকারার উল্লেখ রয়েছে । বার্মিজ হিস্টরিতেও এই পেটিকারার কথা
বলা আছে । নীহাররঞ্জন রায়ের বাঙ্গালার ইতিহাসেও এর সংক্ষিপ্ত উল্লেখ আছে । অথচ
ত্রিপুরার রাজমালাতে এর কোনও হদিশ নেই । বৌদ্ধধর্মের প্রভাব ছিল এখানে ।
বৌদ্ধবিহার, স্তুপাদিতে সমৃদ্ধ পেটিকারা । বলা হয়, অধুনা বাংলাদেশের
ময়নামতী থেকে শুরু করে পিলাক, বক্সনগর পর্যন্ত এই সকল স্তুপ ও বিহার । ইতিহাস যাদের প্রিয় তাদের কাছে পিলাক
অবশ্য দর্শনীয় ।
No comments:
Post a Comment