ভোরকীর্তনের পথে পথে শুনি গান
অর্থহীন, তবু এক মাদকতা আছে সেই গানে
ধুতুরা
বীজের নেশা সেই সুরে দ্রুত থেকে ক্রমে
দ্রুততর, বাঁশিটি বাজাও,
তোমার
আঙুল বোঝে শিল্প, কেঁপে কেঁপে ওঠে বাঁশি
আমিও
বাজাই করতাল, দূরে তানপুরাটিকে
দেখি, কীর্তনে ভূমিকা আছে তার,
জেনেছে
বাত্সাযন, তানপুরাটিকে তুলে নিই
কোলে, জমে ওঠে কীর্তন কলা ও কামে ।
সতীপীঠে বাজে বাঁশি দ্রুততর তালে
ভৈরবী সে সুরে তুমি কাঁদো
আনন্দে বিষাদে, আমি কাঁদি বৃষ্টি পতনের
মত
ভোরকীর্তনের পথে এসে
তুমি আত্মহারা, আমি দেখি নদীর তরঙ্গ, ফেনা,
ডুবে যেতে থাকি এই দৃশ্যে, সুরের আবেগে ।
No comments:
Post a Comment