সে, পূর্ণদুপুর, সূর্যাস্তের হাতে
তুলে দেয় আগুন, ঐ আগুনের শিখা গ্রাস করে অন্ধকার, যে অন্ধকার পাতালগঙ্গার, যে অন্ধকার জটাজুট, ভ্রুমধ্য, ত্রিশূলী । সে, তার খরতা ভুলে, ঐ আগুনে, নাচে তাথৈ তাথৈ , সে নৃত্যে সূর্যাস্ত
ওঠে জেগে, আহত নীলিমা ওঠে জেগে । চরাচর জেগে ওঠে, বলে, দ্বিতীয় গঙ্গার আবাহন শুরু হলো তবে !
No comments:
Post a Comment