কবিতা লেখার আগে দাঁত মাজে কবি ।
কঠিন
শব্দের ভিড়ে মুছে যায় ছবি ।।
তেঁতুল
গাছের ডালে সেই পেত্নী বসে ।
কবিকে
ভেঙায় রোজ, মজে আছো রসে ?
এবার
দেখাব তবে শাদা পাতা খুলে ।
লিখেছো
যে সব কথা ভরে আছে ভুলে ।।
কবির
পাঁজর কাঁপে থর থর রাতে ।
হুইস্কি পড়িয়া থাকে মাংসরুটি পাতে ।।
No comments:
Post a Comment