নামহীন জীবন আমার ।
লক্ষ্য করি, নামৈব কেবলম্ বলে যারা ছুটে যাচ্ছেন অন্ধ গুহাটির দিকে,
তাদের কপালে লেগে আছে মমির স্তব্ধ ঘাম ।
যুঁই নয়, সেই ঘামের বিকট গন্ধে ভরে গেছে সন্ধ্যার বাতাস ।
আর আমিও জেরির মত কখন যে তাদের পেছনে ছুটতে শুরু করেছি,
খেয়াল করিনি !
তাহলে কি ঐ অন্ধ গুহাটিই আমাদের নিয়তি ?
No comments:
Post a Comment