ফেসবুকে আর কোনো আকর্ষণ নেই । সরদার ফারুক, সাঈদা মিমি বা তুহিন চৌধুরীর মত তিনচারজন বন্ধু রয়েছেন, অন্তর থেকে ভালোবাসেন তারা, আর তাদের জন্য এই ফেসবুকে ঘুরেফিরে আসা । এটুকু বুঝেছি, আমার মত বদ লোককে তারা পরিত্যাগ করেননি । বাকিদের কথা ফেসবুকও জানে না । আমি তো কোন ছার ! তাদের ছল ও সুতোর লুকোচুরি মাঝে মাঝে বেদনাদায়ক । তবু জানি, এটা ফেসবুকসম্ভব পাশাখেলা ।
No comments:
Post a Comment