কত ধরণের পরীক্ষার শেষে সত্যের টিকি মেলে ? পরীক্ষার অন্ত থাকে না, ছাই হয়ে যেতে যেতে তবুও সত্যের দেখা ভার ! বিজ্ঞান যেভাবে সত্যকে জানতে চায় তার পর্যবেক্ষণাদি পদ্ধতির ভেতর দিয়ে, ভেবেছি, সে পথেই দেখা পাবো তার । হা হতোস্মি ! সে সত্য নয়, সামান্য ঝড়ের দুলুনিতে যে ভেঙে পড়েছে । কঠিন সত্যরে ভালোবাসিলাম, বলে, রবিবাবুর উপনিষদীয় পথ অনুসরণ করা আমার পক্ষে সম্ভব নয় । আমি সত্যকে পরখ করতে চাই । তার ঐ অবিচলভঙ্গিমার রূপমুগ্ধ আমি । কিন্তু যে ভঙ্গুর, অবিচল নয়, তা সত্য নয়, তা বর্জনীয় । বলি নিজেকে, হায়, সেই ভঙ্গুরতা শেষপর্যন্ত যা গ্রাস করে, তা এই জীবন । তাহলে কি জীবন সত্য নয় ? সে অসত্যের প্রতিরূপমাত্র ?
No comments:
Post a Comment