Tuesday, August 27, 2013

আকাশও কাঁদে ! জানে কি মাটি ? তার অশ্রুজল, মাটি জানে, বৃষ্টি । তার মুখভার, ঐ মন খারাপকে ভাবে, মেঘ । অথচ তা নয় । মাটিকে জড়িয়ে ধরে, বাঁচতে চায় আকাশও । তার বুকে মুখ রেখে কাঁদতে চায় । সে কান্না মিলনের । মাটি কি তা বোঝে ? সে তার মত থাকে । অথচ, একবারও, নিজের দিকে ফিরে তাকায় না, তাকালে, দেখত, ঐ অশ্রুজল পুষ্ট করেছে তাকে । ঐ মিলন আনন্দে নেচে ওঠে প্রকৃতি ও তার সমূহ সবুজ ।

No comments:

Post a Comment