Wednesday, August 28, 2013সকাল সুন্দর হোক, কালো গাই দুধ দিক । ডেয়ারির দুধে যেন কেঁচো না থাকে । মাছঅলা ওজনে যেন না ঠকায় । রান্না যেন সাধ হয় । স্ত্রী ও স্বামীর প্রেম যেন অটুট থাকে । পরকিয়া প্রেম যেন জমে ওঠে । অফিসে কারখানায় ইউনিয়ন বাজি যেন উঠে যায় । নেতারা যেন ইঁদুর হয়ে যায় । আর, সে যেন উপেক্ষা না করে...এই হোক প্রতিটি মানুষী ও মানুষের জন্য আমার প্রার্থনা । জিনে, ভদকায়, রামে ও হুইস্কিতে রাত যেন স্বর্গীয় হয়ে ওঠে । কল্যাণ হোক সকলের ।

No comments:

Post a Comment