Tuesday, August 27, 2013

জীবন একটিই । তাকে উলটেপালটে, চিত করে, উপুড় করে, বসিয়ে, দাঁড় করিয়ে, যেভাবে পেরেছি, দেখতে চেয়েছি । আলো ও অন্ধকারে । তাকে ঘিরে অজস্র মানুষের ভীড় । কেউ ভালোবেসে, ঘৃণা করে, তাচ্ছিল্য করে কেউ, উপেক্ষাও করেছে কেউ, আবার আপনস্বার্থ পূরণের লক্ষ্যে এগিয়ে এসেছে কেউ, মুখে প্রেমনাম, ফিরে গেছে কেউ, কাছেই আসেনি কখনো ! তবু সে, জীবন । তাকে দেখি, লক্ষ্য করি, তার শুকনো ঠোঁট, বহুদিন চুমু খায়নি কেউ, তার চোখের পাতা ক্রমে ঝরে যাচ্ছে, শ্বাস গতিহীন, মাথা যাচ্ছে টলে । সে এখন হাত বাড়াতে চাইছে, তার দোসর, তারই আত্মা, মরণের দিকে । সে কি আর হাত ধরে ? সে এখন ক্ষান্তি চায় জীবনের কাছ থেকেও ! টলমল এই আলো, এই অন্ধকার, এই হাওয়া, এই সব ওষুধ ডাক্তার নার্স বউ কলিগ আত্মীয়স্বজনের জগত পেরিয়ে তার দৃষ্টি মরণের দিকে !

No comments:

Post a Comment