Monday, August 26, 2013

সমস্যাটা তেমন না । ক একটি নারী । প একজন পুং । একে অপরকে ভালোবাসে । এটা মৌখিকভাবে দুজনেই জানে । এটুকু পর্যন্ত স্বাভাবিক । অস্বাভাবিক হলো, ক সারাদিন ব্যস্ত থাকে তার বন্ধুদের নিয়ে । প তার কাজ ও বন্ধুদের নিয়ে । কেউ কারও মনের অবস্থান বুঝতে পারে না । এই না পারার পেছনে থাকে এক কুয়াশামথিত সমুদ্র, যার গভীরতর প্রদেশে ঐ সহস্রমস্তক যে নীরবে রচনা করে যায় ক ও প এর মাঝখানে এক সেতু যাকে আমরা দূরত্ব বলে জানি ।

No comments:

Post a Comment