Tuesday, August 27, 2013

মিথ্যার আলো

মিথ্যাও একধরণের সত্য । অথবা সত্যই তো ! সত্য কি ? এই প্রশ্নের সামনে, আমি সেই মূষিক, যে নিজেকে ভেবেছিল, দাঁতে কাটা বালিশের তুলো ওড়া রাতটির চাইতে আর কোনো কথা হতে পারে না । অথচ কথা তো থাকেই । এই যেমন সত্যমিথ্যা, ভালোবাসা. সদর্থক নঞর্থক...আরও কত । মূষিকের সত্য দর্শন আর বাঘিনীর সত্য তো এক নয় । মূষিকের ভালোবাসাতে বাঘিনীর কি যায় আসে ! এটা একটা দিক, অপর একদিক আছে, তা পুনরায়, ঐ মিথ্যা । বাঘিনীর শিকার পদ্ধতির মধ্য যে সত্য নিহিত, তা কাঠবিড়ালির কাছে অলৌকিক অর্থাত্‍ একধরণের মিথ্যাই । এই মিথ্যার আলোয় আজ আমার জগত আলোকিত । চোখ ঝলসে গেছে । আমি, ফলে, অন্ধকারটুকুই চাই ।

No comments:

Post a Comment