Tuesday, August 27, 2013

সাধনার সার্থকতা কি প্রেমে ? চণ্ডীদাসের লেগেছিল ১২ বছর রামীকে পেতে ! গৌতমবুদ্ধের সুজাতার পায়েস খেতে কতবছর লেগেছিল ? অথবা মন্থরাকে পেতে কৃষ্ণের ? অহল্যার কতযুগ কেটেছিল রামকে পেতে ? সাধনর গন্তব্যস্থল ঐ প্রাপ্তিটুকুই ? না কি, না পাওয়ার তীব্র বেদনা, ঐ হাহাকারটুকু ? রাম যা অনুভব করেননি, মন্থরার সঙ্গে তিনরাত কাটিয়ে, ভেবেছিলেন কৃষ্ণ, যে জানা হয়ে গেছে সব ! তাকে ঘিরে থাকা সকল দীর্ঘশ্বাস আজ অনুভব করেন কি কোনো তরুণতরুণী ? অথবা চণ্ডীদাসের বড়শিটি ? সাধনার গভীরতা বোঝে ঐ ফাত্‍নাটি । সে ভাসে, সে ডোবে, কিন্তু অটল থাকে তার সকল ভেঙে পড়ার মধ্যে ! এটা উপলব্ধি করেছিলেন শংকরাচার্য, তাকেও ধারণ করতে হয়েছিল ঐ ফাত্‍নারূপ ! আনন্দলহরী তাই ফাত্‍নাকীর্তন, অক্ষরের অন্তর্বেদনা !

No comments:

Post a Comment