Monday, August 26, 2013

এক অসম্ভব প্রণয়কথা

কেউ জানি না, কাল কি হবে, তবু স্বপ্ন দেখি, গড়ে তুলি নিজস্ব এক মনোজগত, সে জগতের কথা ক্রমে ছড়িয়ে পড়ে ভালোবাসার মানুষ থেকে শূন্যতার দিকে । এই প্রক্রিয়া মনোগত তবু এর প্রতাপ কম নয়, কেন না, এই প্রতাপে দিকবদল হতে থাকে মনের । স্বপ্ন ভেঙে পড়ে ভূমিকম্পে ধ্বস্ত ঘরবাড়ির মত । ঐ ভাঙাচোরা স্বপ্নকে কুড়িয়ে এনে আজ জড়ো করছি একে একে । দেখি, যা কুড়িয়ে এনেছি, তা আমারই থ্যাঁতলে যাওয়া হৃদপিণ্ড, অন্ধ দুটি চোখ, বধির শ্রবণ, ইঁদুরের কাঁটা লেজের মত লিঙ্গ, নাভি, পাঁজরের হাড়, ভাঙা মেরুদণ্ড, খোঁড়া পা, কাটা হাত, জিহ্বা আর, হ্যাঁ, মৃতপ্রাণ । ভেবে পাই না, কোন যাদুবলে এসব ছিন্নবিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গ জোড়া লাগাবো আবার । যদিও সকালে, সেই যাদুকর ফুসমন্তর পড়েছে একবার । বলেছে, এই বুড়ো হাড় জোড়া লাগার নয় আর । তবু. যদি কেউ তার একান্ত ভালোবাসা ঢেলে দেয় এই অস্থিরাজির উপর, যদি সে তার সকল উষ্ণতা দিয়ে জড়িয়ে ধরে মৃতপ্রাণ, তাহলে, হ্যাঁ, তাহলেই জোড়া লাগতে পারে । সকাল থেকে বসে আছি ঐ আশায় ।

No comments:

Post a Comment