Wednesday, August 28, 2013পেলে খেলে যা...সমরেশ বসুর এই গল্পটি প্রকাশিত হয়েছিল পরিচয়-এ । এই পেলেকে এখনো দেখি, মিষ্টান্ন ভাণ্ডারে, পাইস হোটেলে, ছোটখাটো কারখানায় অথবা কারো বাড়িতে । পেলের চোখ নাক, লিঙ্গ খেয়ে ফেলেছিল গোদাম ঘরের ইঁদুরে । এদের ইঁদুর নয়, মালিক খাচ্ছে মালিকই । আজ, এই সন্ধ্যারাতে, আর এক পেলের কথাও মনে পড়ে যাচ্ছে খুব । সতেরো ঘাটের জলে নাকানিচোবানি খেয়ে, সে দেখে, ইঁদর সরকার তার অস্থিমজ্জা সব খেয়ে ফেলেছে । এমনকি স্বপ্নও । পেলের প্রতিরূপ কে হতে পারে, অনেকদিন ভেবে, আজ লক্ষ্য করছি, পেলে আর কেউ নয়, আমি নিজে ।

No comments:

Post a Comment