Thursday, August 29, 2013ইউটোপিয়ার সন্তান, এর বেশি কি পেতে চাও আর ? ডাস ক্যাপিটালের পাতা উড়ে যাচ্ছে গীতার শ্লোকের সঙ্গে । নামাজের এই সন্ধ্যাও অর্থহীন, বাইবেলের গসপেলের মত । তবে আর কি চাও তুমি । সকল বাবাদের হাঁড়ি আজ ভাঙা, পীরের মাজারের ইঁদুরটি কবে কেটে ফেলেছে মানত, ঐ ফুঁকফাঁক ছেড়ে নেমে এস, নেমে এসে দেখো, ধর্মের আগেও ছিল মানুষ, ছিল প্রবল মৈথুন, ছিল শিকার, ছিল বংশবিস্তার । তুমি তো এই চেয়েছিলে, সন্তানের মুখ দেখে তোমার না-পাওয়াকেও সার্থক করে তোলা ? না কি, রাত্রির নৈঃশব্দ ?

No comments:

Post a Comment