Wednesday, August 28, 2013এই নাও নাভি,
এই নাও চোখ ।

এটুকুই দেবে ?

নাও এই হাত,
নগ্ন দুই উরু ।

বাকি আর যা যা ?

বাহুমূল নাও,
সমাধিগম্বুজ
সহ যোনিমূল
নাও, এটুকুই
দিতে পারে তুলে ।
এই সমর্পণ
ডুবসাঁতারের
মত । বাকি সব
অর্থহীন কথা ।

এই ! এটুকুই
তোমার সামর্থ ?
রযে গেল বাকি
প্রাণকূট আর
তোমার ভঙ্গিমা ।

দাও, সব দাও
তারপর, বাঁচো ।

No comments:

Post a Comment