Wednesday, August 28, 2013ভাবনা
লেখার আগে, কতবার ভাবি, লেখার একটা শুরু থাকা উচিত । ভুল বললাম, থাকা উচিত এক প্রস্তুতিপর্ব । ভাবি, ঐ টুকুই । লেখা মানে যদি অনুভূতি, তার উপলব্ধি সহ, তা হলে, তার শুরু কি থাকে ? স্কুলে গরু রচনা বা একটি বট গাছের আত্মকাহিনী রচনার মত এই লেখা হবে কেন ? সে সব রচনার ভূমিক থাকে, উদ্দেশ্য থাকে, সিদ্ধান্ত থাকে, না হলে ১৫ এর মধ্যে ৩ পাবার সম্ভাবনাও থাকে না । অথচ যে লেখার কথা ভাবছি, তার প্রত্যক্ষ কোনও লক্ষ্য নেই । উপলব্ধি বা অনুভূতির কি লক্ষ্য থাকতে পারে ?
সমস্যা এখানেই । এই অনুভূতি কি করে কমিউনিকটেড হবে আর একজনের কাছে ? এটা কি সম্ভব আদৌ ? যদি বা সম্ভব, তা হলে তা কতখানি ?
তখনই, ভাবি, একটা ধরতাই থাকলে কেমন হবে ?

No comments:

Post a Comment