Wednesday, August 28, 2013



অনেকেই লেখেন ফেসবুকে । বেশ ভালো লেখাও থাকে । মনযোগের সঙ্গে পাঠ করি তা । চমকেও যাই অনেকের কবিতা পাঠ করে । আবার দুঃখও পাই কখনো কখনো । যে কবিতা দাবি করছে ছন্দ, তা লেখা হচ্ছে ছন্দবিহীন । আবার ছন্দ দাবি করে না, তা ভুল ছন্দে লেখা হচ্ছে ! তাদের কথা ভাবি । ফেসবুকে কাঁচি চালাবার লোক নেই, থাকলে, কি যে গতি হতো এদের !
কবিতা ছেলেখেলা না । সকল শিল্পের সেরা কবিতা, সাধে বলেনি লোকে । রণজিত দাশ সুন্দর বলেছিলেন, তাদের দিও ছন্দজ্ঞান ।
এই বিষম যুদ্ধে একজন কবির তূণে থাকা চাই ছন্দবোধ, ব্যাকরণজ্ঞান, চেতনা ও কল্পনাশক্তি । সর্বোপরি চাই রসবোধ । ইতিহাস থেকে ভূগোল, বিজ্ঞান থেকে শাস্ত্র, রাজনীতি থেকে অর্থনীতি, কামসূত্র থেকে মিথ, সকল পথে তার অবাধ গতিও থাকা চাই ।
কবি যদি সর্বজ্ঞানী না হন, তাহলে তিনি কি করে ঋষির মত দ্রষ্টা হবেন ?

No comments:

Post a Comment