ক্রমবিকাশের ধারা থেকে নেমে এসে
বসেছো রাস্তায় । ধর্ণাবেশে ।
দারুহরিদ্রার দেশে, দ্রাক্ষা তুমি, অস্থিরতা দোষে,
সকল নেশার শেষে, জীবিকা করেছো পরনীতি ।
নিরাপদ দূরত্বে আমিও থাকি, তবু
নেমে আসে শান্ত গিলোটিন ।
যেটুক করেছো উচ্চারণ,
অর্থহীন জেনে, ফিরিয়ে নিয়েছো তাও ।
তোমার ধর্ণার পাশে ওড়ে বালি, ওড়নার মতো
ওড়ে গীর্জা, অন্তহীন, ও মহাকরণ । ওড়ে প্রতারণা ।
ক্রমবিকাশের পথ চলে গেছে মৃতদের দেশে ।
বিত্ত ও বৈভবে ।
No comments:
Post a Comment