দুই খান কথা আছে আমার ।
১. আমার স্বাধীনতা আমারই । আর কারও স্বাধীনতার ব্যাঘাত না ঘটিয়ে আমি তা উপভোগ করবই ।
২. কারও স্বাধীনতায় হস্তক্ষেপ করব না । তা বলে আমার মাথা বিকিয়ে দিয়ে তার স্বাধীনতার অত্যাচার নির্বিবাদে মেনে নেব, তাও নয় ।
সংযোজন : মাথা নুইয়ে রাখি শুধু ভালোবাসার কাছেই । এটাকে কেউ দুর্বলতা ভাবলে, ভুল করা হবে ।
No comments:
Post a Comment