Sunday, September 1, 2013



আমার এক ভালো লাগা বই, শিবরাম চক্রবর্তীর ঈশ্বর ভালোবাসা ও পৃথিবী ।
১৯৭৬ সালে, আমার বান্ধবী মনীষাকে সহ সেই ভালোবাসার মানুষটাকে দেখতে যাই তার মুক্তারামবাবু স্ট্রিটের মেসে । সে এক বিরল অভিজ্ঞতা ।
সুনীল গাঙ্গুলীর শিবরাম দর্শন থেকে কম রোমহর্ষক না এই কাহিনী ।
কাহিনী থাক । ভালোবাসার রকম সকম ভাবতে ভাবতে আজ শিব্রাম চকোত্তির কথা বার বার ভাবছি কেন ?
তার ঐ নিঃসঙ্গতা কি আমার কাঁধে চেপে বসেছে তবে ?

No comments:

Post a Comment