ফেসবুক এক বিপজ্জনক এলাকা । রেড এরিয়া
বললেও কম বলা হবে । বন্ধুত্ব, প্রেম থেকে এর স্রোত বাঁক নিতে পারে অন্ধকারে । অতিসম্প্রতি, এরকম কয়েকটি ঘটনা ঘটেছে যা বিপর্যয় এনেছে
ডেকে । এই বিপর্যয় মূলত হয়ে থাকে মেয়ে বা মহিলাদের । ফেক আইডির চল এই ফেসবুকে বেশি
। এই ফেক আইডির আড়ালেই এসব খেলা হয়ে থাকে । মেয়েদের নগ্ন ছবি ব্যবহার করে ছাড়া
হচ্ছে বাজারে । যার পরিণতি অন্ধকার ছাড়া আর কিছু নয় । ফেক আইডি থেকে সাবধান থাকুন
। আমিও ফেক আইডি ধারণকারীদের বন্ধু তালিকা থেকে বাদ দিচ্ছি । তারা যদি ইনবক্সে
তাদের আসল পরিচিতি দেয় (এটা গোপনই থাকবে), তাহলে তাদের বন্ধু তালিকা থেকে বাদ দেবো না ।
ami amar porichoy diyechhi . asha kori unfriend hobo na
ReplyDelete