Sunday, September 1, 2013



এই সকাল আমার নয়, এই সকাল তোমার । জীবনে যা যা পাওনি, এই সকাল থেকে পেতে শুরু হবে, তা পেতে । যদি পেতে চাও । নিঃসঙ্গতা ও শূন্যতার দেশে আজ মন খারাপের দিন । কেন না, তাদের ফেলে, আজে বেরিয়ে আসছ তুমি । জয় তোমারই । তাদের নয় । না লেখা কবিতা, এই সকালে, হেসে ওঠো, একবার ।

No comments:

Post a Comment