এই
সকাল তোমার । এই হাওয়া তোমার । এই মাটিও । রোদ এসে পড়েছে তোমার জানালায় ।
মাছওয়ালা হেঁকে যাচ্ছে রাস্তা দিয়ে । তুমি তবু শুয়ে আছো । কাগজওয়ালা দিয়ে
গেছে কাগজ, পড়ে দেখোনি । ধর্ষণ আর ক্ষমতা দখলের নোংরা লড়াই ছাড়া কিছু নেই
আর ওতে । যদি থাকেও, তা নিজেদের প্যায়ারের লোকেদের লেখক বানাবার হাস্যকর
কিছু প্রয়াস । জলের ট্যাপ কি কাল খুলে রেখেছিলে ? জল পড়ছে অনবরত । এটা অপচয়
। এই জলের জন্য একদিন কাঁদতে হবে মানুষকে । ওঠো, তোমাকে এই জগতেই বাঁচতে
হবে । এবং শিখতে হবে, বেঁচে থাকা কাকে বলে ! ওঠো. ডিয়ার !
No comments:
Post a Comment