শোভন
যোগের এই সকাল, স্বাগত । বণিজকরণ, স্বাগত । একাদশী তিথি, স্বাগত । রোদ ও
বৃষ্টি, স্বাগত । উপেক্ষা ও ফিরে যাওয়া, স্বাগত । ঘৃণা ও অপ্রেম, একাকীত্ব
ও শূন্যতা, স্বাগত । আজ আমার দিন কাটুক নিরক্ষরতার আলোয়, দারিদ্রসীমারেখার
অন্ধকারে, ধর্ষিতার নীরব অপমানে, বিরহীর হাহাকারে, কিশোরীর স্বপ্নে,
বালকের অবোধ জিজ্ঞাসায় । স্বাগত, হে রবিবার ।
No comments:
Post a Comment