Sunday, September 1, 2013

শ্যালককথা

আমার পরমপ্রিয় শ্যালক শ্রীমান শৌনক দত্ত তনু আজ এসেছে বাংলাদেশ থেকে । মূলত তার সৌজন্যে আজ ফেসবুক ছুটি । আমার ফেসবুকীয় গেরিলা তৎপরতা শ্যালকের কাছে ধরা পড়ে যাক, চাই না । এক ঢোক ভদকা খাইয়েও ওকে ঠাণ্ডা করা যাচ্ছে না । সে তার দি-র সঙ্গে কথা বলার ফাঁকে, এদিকেও নজর রেখে যাচ্ছে নিক কার্টারের মতো ।
ফলে, আরব মরুভূমিতে গোপন আস্তানা নেবার মত ফেসবুক থেকে চলে যাচ্ছি দিব্যেন্দু বড়ুয়ার আশ্রমে ।

No comments:

Post a Comment