Tuesday, September 17, 2013
দ
আমাকে, সেই আধফোটা বয়স থেকে, ভাবায় । আজও ভাবি । এর মহিমা, অন্তর্নিহিত
তাত্পর্য, গভীরতা, ক্রিয়া ও কর্ম সম্পর্কে ভাবতে ভাবতে, শেষ হয়ে আসছে আমার
দিন । আয়ুকে বলেছি, আর একটু, হ্যাঁ, আর একটু অপেক্ষা করো, আয়ু । আমার এখনো
দ-কে বোঝা বা জানা হয়নি । তিন ভাই ব্রহ্মার কাছে গিয়েছিল । ব্রহ্মা
তিনজনকেই বলেছিলেন, দ । খুশি হয়ে ফিরে আসছিল তারা । সবার ছোট যে, থমকে
দাঁড়ালো চৌরাস্তার মোড়ে । বলল, দ কথাটি দিয়ে পিতামহ কি
বলতে চাইলেন আমাদের ? বড়ভাই বলল, এই সামান্য কথাটির অর্থ বোঝোনি ? দ মানে
দলন করো । উঁহু । এত সহজ নয় তা । আমি ফিরে যাচ্ছি । বড়ভাই ফিরে গেল না । সে
হলো, দনু যার থেকে দানব । এভাবে দ্বিতীয়বারও ব্রহ্মা বললেন, দ । মেজভাই,
মনু বুঝে নিল, দ মানে দান করো । আর ছোটভাই ? সে ফিরে গেল পুনরায়, আর সে-ই
হলো দেবতা । দ তাহলে কি ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment